একদা আমার একটি ভালোবাসার মানুষ ছিলো, যার নয়নে তাকিয়ে আমি ভুলে যেতাম আমার আমি কে।
একদা আমার কষ্ট ভুলিয়ে দেওয়ার মত একটি মানুষ ছিলো, যার মধুর কন্ঠের ধ্বনি শুনতেই আমি নতুন সুখ খুজে পেতাম
একদা আমার একাকী পথ চলার সংগী ছিলো, যার পায়ের তালের সাথে তাল মিলিয়ে হেটে যেতাম বহুদুর।
একদা আমার একটি স্বপ্ন ছিলো, যে স্বপ্নে সে ছিলো, ছিলো ছোট একটা ঘর, যেখানে দুবেলা না খেয়ে থাকলেও ভালোবাসা ছিলো অবিরাম।
একদা আমার একটি উদ্দেশ্য ছিলো, যে উদ্দেশ্য শুধুই তাকে ঘিরে, যেখানে তাকে নিয়ে বেচে থাকার এক আকুল প্রেরনা ছিলো।
একদা আমার আমার ছোট একটি সুখ পাখি ছিলো, যার কাছে আমার কষ্ট দূর করার ভালোবাসা ছিলো।
একদা আমার হৃদয়ে ভালোবাসা ছিলো যে ভালোবাসা মরনে জীবনে তার জন্য ছিলো।
একদা আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখি মানুষ ছিলাম, পরিবার পরিজন ছিলো না, শুধু মনের মাঝে একটি মানবী ছিলো, যার নামে জীবন শুরু যার নামে শেষ।
একদা আমিও ভালোবেসেছিলাম, যে ভালোবাসা কোনদিন শেষ হবার ছিলো না।
একদা আমি বাচতে চেয়েছিলাম, প্রতিটি মানুষের মত, একটু সুখ আরেক অনেকখানি ভালোবাসা নিয়ে।
একদা আমি কবিতা লেখার লেখক ছিলাম, যে কবিতার প্রতিটি শব্দে ছিলো ভালোবাসা পাওয়ার আর ভালোবাসা দেওয়ার কথা।
একদা আমি স্বপ্নের পৃথিবীর বাদশা ছিলাম, যেখানে আমার আদেশে ভালোবাসা শুরু হত, কিন্তু কোনদিন শেষ হত না।
একদা আমিই ছিলাম ভালোবাসার মহাকেন্দ্র জুড়ে, যেখানে ঘৃনা, হিংসা, ধনী গরীবের ব্যবধান বলে কিছু ছিলো না শুধু ছিলো, ভালোবাসো আর ভালোবাসো।
আজ বর্তমান আমার কিছুই নেই শুধু আমি রয়েছি বিচ্ছিন্ন অতীতগুলো কে ঘিরে। আজ আমি এক নিঃশ্ব যাযাবর।
লেখক: Tashriq Intehab (তাসফি)