উত্তর বঙ্গ বলে একটা টার্ম আছে।

উত্তর বঙ্গ বলে একটা টার্ম আছে। এরা ব্যাকডেটেট; পিছিয়ে থাকা জনগন। ভাইভা বোর্ডে নব্বই ডিগ্রী এ্যাংগেলে ভ্রু-কুঁচকে বলা হয়, "ও...! তোমার বাড়ি উত্তর-বঙ্গে।" তারপর রেজাল্ট যা হবার তাই হয়। একটা কমন চিত্র। ব্যাপারটা কি সত্যি এরকম? আসলেই কি এরা ব্যাকডেটেট? যাদের মানসিকতা এমন তারা কি আপডেটেড? আজকের প্রভাবশালি জনপ্রিয় লেখক আনিসুল হক কোথাকার? সৈয়দ শামসুল হক কোথাকার? কবি শেখ ফজলল করিম কোথাকার ছিলেন? ফকির মজনু শাহ? আব্বাস উদ্দীন? তেভাগা আন্দোলনের সফল নায়ক হাজী দানেশের বাড়ি কোন বঙ্গে ছিল? যে মেয়ে ম্যাডামটা আজকে ভাইভাতে বসে উত্তরবঙ্গকে ব্যাকডেটেট বলে, সে হয়তো ভুলে গেছে; মেয়ে মানুষদের পড়াশুনার ইতিহাস। উত্তরবঙ্গের বেগম রোকেয়া না থাকলে আজ কি হতো? তুরিন অাফরোজরা আইনজীবী হতে পারতো না;
বিমানের পাইলট হতে পারতো না কানিজ ফাতেমারা; চুলায় আগুন দিতে দিতে জীবন শেষ করতে হতো।
মৌর্য-সেনদের রাজধানী কোথায় ছিল? ঢাকা তো দু-চার'শ বছর আগে রাজধানী হল।।ঢাকা অনেক জুনিয়র; সিনিয়র রাজধানী তো মহাস্থানগড়!! নয় বছর দেশ চালানো এরশাদ সাহেব কোথাকার? মেজর জিয়ারা কোন বঙ্গের? দেশের সংকট সময়ে সাহসী সেনাবাহিনীর প্রধানরা কোন বঙ্গের
ছিল? কিংকর্তব্যবিমূঢ ় বাংলাদেশের হাল ধরা রাষ্ট্রপতিরা কোন বঙ্গের? একবার বাংলা একাডেমিতে আঞ্চলিক
বিতর্ক হচ্ছে। এই বিতর্ক নিজের অঞ্চলের ভাষায় করতে হয়। একটু মজাও করতে হয়। রংপুরের পক্ষে আমার বিতর্কের যে
অংশটুকু চ্যানেল আই-এ দেখানো হল; সেটি ছিল সংক্ষেপে এরকম; "হামার দ্যাশের জনক বঙ্গবন্ধুর ছাওয়া শেখ হাসিনা।
বিয়ার জন্যে পাত্র খুজিবার নাগচে।।কোনোটে ভালো পাত্র পায় নাই। শ্যাষে সবারচাইতে ভালো পাত্র কোটে পাইচে; কন তো বাহে? হামার অমপুরে!!" বাদ দেন; সারা দেশে শতসহস্র ছেলে
থাকতে বঙ্গবন্ধু ওনার মেয়েকে উত্তরবঙ্গের ছেলের সাথে বিয়ে দিল কেন? কারন বঙ্গবন্ধু ওয়াজ জিনিয়াস। তিনি জানতেন হু
ইজ রিয়েলি স্মার্ট!! দেশ চালায় কোন বঙ্গের মানুষ? কোন
বঙ্গের পুত্রবধু। হাসের মত প্যাকপ্যাক করে ভাইভা বোর্ডে উত্তরবঙ্গের মফিজ বলে সবাইকে তাড়িয়ে দিলে; মেজর জিয়া;
জেনারেল এরশাদ; আনিসুল হক দের পেত না এই বাংলাদেশ।
মেধার অভাব উত্তরবঙ্গে নেই; কিছু কিছু চেয়ারে বসা বিচারকের সুস্থ মানষিকতার অভাব আছে। কথিত মহান ব্যাক্তিরা উত্তর-বঙ্গ বলে যখন কাউকে পাঠিয়ে দিলেন; তারা হয়তো তখন একজন আনিসুল হক কে কিংবা ভবিষ্যত কোন
রাষ্ট্রপতিকে হারিয়ে ফেললেন। ......সাথে সাথে এক ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ।

Post a Comment

Previous Post Next Post